তার চেয়ে বরং ভালো লাগে
শ্যামলা মতো গায়ের বরন ;
আলতা দেওয়া ময়লা ধুলোয়
লেপ্টে থাকা ঐ কর্দমাক্ত চরন ।
ফিনফিনে শাড়ি পড়া,কিংবা দু আঙুলের ওড়না পড়া
মেয়ের চেয়ে বরং,
জুবুথুবু হওয়া, আড়চোখে তাকানো
ঐ লজ্জাবতী লতাকে ভালো লাগে,
এ কথা শুনে হাসতে পারো
টিপ্পনীও কাটতে পারো,
ভাবতে পারো, উদোম পেট,
শ্যাম্পু করা চুলের ঝাপ্টানি দেখে তাকাওনা বুঝি!
বলতে পারো,
হ্যা তাকাই বটে
তবে তার অনুভূতি আমার মন অব্দি পৌছায় না।
মন খুজে পায় না,
আমি আলতো ভাবে পথা চলা
মেয়েটার চোখ দেখব বলে চোখ খুজি,
কিন্তু উদ্যত বুকে ঝুকে পড়া মেয়েটার চোখ অব্দি তুমি,
যেতে পারবে না।
বলতে পারো দৃষ্টি বদলাতে,
না ভায়া, এসব হাইপোথেটিক্যাল বাক্যালাপ
নারীর সবই সৌন্দর্য
তুমি অস্বীকার করতে পারবেনা।
তবে কি জানো তো,
ফিনফিনে শাড়ি পড়া,
দু আঙুলে ওড়না পড়া মেয়েটাকে
তুমি দেখে পুলক বোধ করতে পারো,
আরো দু'কাঠি বেশি ভাবতেও পারো।
তবে তোমার মনে রান্না ঘরে খুন্তি কড়াই,
হুট খোলার রিক্সায় ভিজে যাওয়ার স্বপ্ন ভাসবে না।
তোমার চামড়ার চোখ অনেক কিছুই দেখে খোজে,
বায়বীয় মনটা মন খোজে।।।।