এ শহরের মনে জাদু গেছে থেমে
আমিও থেমে যাবো ;
আমিও নেমে যাবো এই সিড়ি বেয়ে,
এক পা দু'পা করে
যেভাবে তোমরা এসেছিলে আর নেমে গেছো
তাও,
আমাকেই কেন মনে রাখতে হবে?

রোজ চাঁদ ওঠে
চাঁদ নেমে যায়
কই কিছু বলো না তো চাঁদ কে!!
সেরকম করে তুমি ভুলে যাও
আমার থেমে যাওয়া
নেমে যাওয়া তোমার স্বর্গের সিড়ি থেকে,
উহু চাঁদ হিসেবে নয়
আমি চাঁদ নই,আমি কলঙ্ক;অভিশপ্ত ,
আমায়  কলঙ্ক হিসেবেই ভুলে যাও,
ভুলে যেয়ো।
চলে যাও আলোর পথে
চিরহরিত কোন বনের ঘ্রানে
মনের টানে হোক না হোক
তবু চলে যাও,
আমি তোমায় মুক্তি দিলাম
শক্তি দিলাম
উড়ে যাওয়ার ;
আমিও কিছু শক্তি নিলাম
আস্তে আস্তে পুড়ে যাওয়ার !