এই রিক্সা জোড়ে টান।
উফ কি গরমরে বাবা!
বেরিয়ে বোধহয় যাবে প্রাণ।

শালার বেটা জোড়ে টান।
মে দিবসের মিটিং আছে।
ভাষণ আছে, আছে গান!

মামা! ওইহানে খাওন দিবো?

দিবো তো! তিনটা খাশি জবাই দিছি!
দুইটার মাথা আমিই নিছি।
নেতা’গোরে, পেট ভইরা খাওয়ামু,
খুশি হইলে, একটা চেয়ার পামু!

কিসের চেয়ার মামু?
আরএফএলে’র?

ধুর! যত মুর্খের দল!
কথা কইসনা তুই,
আগে চল।
কথা কইসনা জোড়ে টান!
শালার বেটা জোড়ে টান!

আরতো জোড়ে চলে না মামু।
পায়ের গিড়ায় ব্যাথা পামু।

পায়ে ব্যাথা তয় ভিক্ষা কর।
রিকশা বেইচা ভিক্ষা কর!

ছিঃছিঃ মামু! কি যে কন!
আরাম কইরা একটু বন।

মুখের উপরে কইলি কথা?
জুতাইয়া তোরে ভাঙমু থোতা!
শুয়োরের বাচ্চা জোড়ে টান।
শালার  বেটা জোড়ে টান!

বুঝলি মফিজ?
আমি হইলাম সমাজ সেবক।
পাইছে আমায় সেবা করার রোগ।
শ্রমিক,মজুরের সেবার নেশা।
ওগো সেবাই আমার পেশা।

ধুত্তরি ছাই!
আমার আবার ভাষণ আছে।
আগে গিয়া, নেতার বসমু কাছে!

রিক্সা ওয়ালা জোড়ে টান!
শালার বেটা জোড়ে টান!


                     ***********