আজ ওই চাঁদটার দিকে তাকালেই তোমার
মুখ দেখতে পাচ্ছি।
স্মৃতিগুলোকে নিয়ে সেই আগের দিনে
ফিরে যাচ্ছি।
তোমার মনে আছে কি?
কত কত পূর্ণিমায়, একসাথে দেখেছিলাম
চাঁদ।
দুজন পাশাপাশি বসে, হাতে রেখে হাত।
বড় ইচ্ছে করছে সেই দিনে ফিরে যেতে,
আগেরি মত তোমায় কাছে পেতে।
জোছনার চেয়েও মায়াবী, ছিলো তোমার
মুখ।
সেই মুখ পানে তাকিয়ে, পেয়েছি কতনা
সুখ।
তোমার চোখের দিকে তাকালে,
তুমি ভীষন লজ্জা পেতে।
মাঝে মধ্যেতো তুমি রেগেই যেতে।
তোমার রাগি-রাগি চেহারাটা- অনেক
ভালবাসতাম।
অনেক ঝগড়াঝাঁটির পরেও,
আড় চোখে দেখতাম।
একি?
কালো ওই মেঘগুলো কোথা থেকে এলো?
চাঁদের নয়,যেন তোমার মুখটা ঢেকে
দিলো।
ওহ!
তুমিতো চাওনা, আমি তোমায় দেখি।
তোমার জন্যে,ভালবাসা পুষে রাখি।
তবে তাই হোক!
উপড়ে ফেলি দুচোখ।
আরো ভাল হবে, আমি মাটির তলদেশে
যাই।
যেখানে চাঁদের আলো নাই।
তবুও, তোমার মুখ করোনা কালো।
আমার কষ্ট হয় হোক,
তুমি থেকো ভালো।