যদি কেউ দেখে ভালোবাসি তাকে,
  হৃদি যদি চায় কাছে এসে তোমায়
আলতো করে প্রেমের ধ্বনি শুনাই-
আকাশ যদি ঘোলাটে হয়ে যায়,
প্রেম যদি তার প্রিয়া কে কাছে পেতে চায়-
যদি কেউ এঁকে ফেলে তার নিভৃত
          মনের প্রেম কথা;
কুয়াশায় যদি শূন্য হয়ে যায় সজীবতা,
  তবে কি বুঝবে কোমল ঘাসের ব্যথা-
কষ্টের ধোঁয়া যদি এসে ঠেসে বসে কাছে
  যদি শূন্যে মিলিয়ে যায় বার্তা-
হেঁটে হেঁটে যদি পথ না পাই,
ঘাসের বুকে শুয়ে যদি ঘুম হারাই-
ঘাসফুলগুলো যদি আর কথা না বলে,
ব্যর্থ প্রেমের পিছে পিছে ঘুরে ঘুরে যদি করে ভয়-
তবে কি হৃদয়ের জোনাকিরা কি আলো ফিরে পাবে!
গহীন অন্ধকারে যদি পাখিরা গান বন্ধ করে দেয়,
উঁচু উঁচু দেবদারু গাছের তরে ছন্দ ফিরিয়ে নেয়-
  তবে নগ্ন হৃদয়ের তলে কি ঝিঝিরা আবার গান গাবে!
স্নিগ্ধতার প্রেমে যদি আর নাই আসি ফিরে
কুয়াশায় কি শূন্য হয়ে রবে হৃদয় আমায় ঘিরে-
সন্ধ্যার তলে যদি শুয়ে পড়ি গভীর স্বপ্নের জলে
ঘাসফুল আর পাখির গান যদি নাই করে আহ্বান-
  শুধুই একা, একার মতো হয়ে প্রেম হবে অবসান,
আমার কোমল হৃদয়টুকু দিবো আমি যাকে,
   যদি কেউ দেখে ভালোবাসি তাকে।

এভাবেই যদি দিন চলে যায়-
কে সান্ত্বনা দেবে তাকে হৃদয়ের কোমলতায়,
চলতে চলতে বিরামহীন পথে-
যদি হারিয়ে যাই অন্তহীন স্বপ্নে,
আমাকে যদি আর দেখতে না পাও-
সেই হাসির মিষ্টতায় আমাকে ছেড়ে যদি চলে যাও
ঘাসে কি আর সবুজ শ্যামলতার মেলা বসবে!
যদি দুঃস্বপ্নে হারিয়ে ফেলি নিজেকে,
যা ছিল তা নেই, যা ভালোবাসি তার ধারে
যদি আর নাই ফিরি তোমাদের স্বপ্নে
  তবে কি করে আনবে আমার নিজেকে!
ঘাসের শীতল গায়ে যদি শেষ অপরাহ্ণের বাতি না জ্বলে
রাগ করে যদি চলে যায়, আকাশের তরে নাই ফেরে-
যদি হাজার অস্পষ্ট ধ্বনি মিশে যায় শূন্যে,
ব্যথা এসে ব্যথা জমে যদি দিগন্ত অরণ্যে-
  তবে কি করে ভাসবে প্রাণটা বেদনাগুলো ঢেকে!
যদি ঘুম পায় চোখে,  যদি নিন্দে করে লোকে,
   ঘাসেতে সজীব রেখা যদি নাই দেখা দেয়
ঝিঝি আর জোনাকিরা বনের ধারে মলিনতা করে ব্যয়-
তবে কি করে বাতাসে আঁকবে তুমি বনের গোপন স্বপ্ন!
   বনের কুয়াশা মিশে যায় যদি শূন্যে-
   পবনের কোমল ছোঁয়া যদি এসেও ছুঁয়ে না যায়
প্রেমের প্রেমিকাকে যদি চোখে দেখেও হারাও তাকে
  তবে কেমনে গাছের মন, শত অন্বেষণ বুঝবে কিভাবে!
রূপসী যদি শশীর মতো ভুলিয়ে দেয় যাকে,
   যদি কেউ দেখে ভালোবাসি তাকে।

অন্ধকার অরণ্যে যদি ফিকে হয়ে যায় সবই,
কেউ আর দেখে না তখন গাছ শ্যামলতার ছবি-
তার শিয়রে থেকেও তাকে বাঁচাতে না পারো যদি,
স্বপ্ন যদি পড়ে রয় দেখা দেয় না নদী
চাঁদের উজ্জ্বল দেহ, নাই দেখে কেহ,
ঘোর কুয়াশায় তবে কি করে পাবে তাকে!
  প্রেমের তরে হৃদয় ছলনায় চাও তুমি যাকে,
      যদি কেউ দেখে ভালোবাসি তাকে।

৬ অগ্রহায়ণ,
  ১৪২৬।