মনটা খুব খারাপ |
রাস্তার লোকজন ও মনে হয় আজ
শেষ বারের মতো হারিয়ে গেছে  
অতলের অনন্ত নিস্তব্ধতায় |

ভালবাসার কাঙালিগুলো
অপেক্ষার কাটা ঘুরিয়েই চলছে_
মনের পাখিটাককে দেখার আশায় |

একটা পাখি এখনো
জলন্ত আগুনের পিছু ধবমান,
অদূরবর্তী সাবধান বাণী ভূলের সমাধিসৌধ |

একলা হরিণের
অসহনীয় চিতকার  আর চেঁচামিচি,
আশার প্রহর -একটুকরো হারিকেনের আলো |

রক্তিম গোলগোল লাইটদুটো
যেনো কারো পাহারারত কুকুর-বিড়াল,
দৃষ্টি দৃশ্যায়িত দৃশ্য |

রজনীগন্ধার শেষ সুবাসিত অয়নে
পরিশ্রান্ত এক পথিক |