পৃথিবীটা গোল রয়, তুমি আমি দূরে নয়
তোমার আকাশে মেঘের ঘনঘটা
আমার জমিনে বারি নিশ্চয়
ধুলোবালি মাখা ক্লান্ত শহরে
গায়ের কোন মেঠো পথে
বেলা অবেলার ধুসর খোয়াড়ে
কেটে যাবে সংশয়
তুমি আমি বেশি দূরে নয়
এটো সেটো খামের ভাঁজে
লাল কোন বাক্সের কোনে
স্বপ্নচূড়ার নীল শিখড়ে
বদলাবে এ সময়
নিশ্চয়ই তুমি আমি দূরে নয়
সকাল সন্ধ্যার মাখামাখিতে
ছবির কোন এটো গ্রিলে
ধাঁধানো তব করুন বীণায়
মাতাবে মনময়
তুমি আমি কিন্তু দূরে নয়
ছায়াবৃক্ষের স্নিগ্ধ শিয়রে
কোমল কোন নব অঙ্কুরে
বারিধারার শীতল স্পর্শে
বাঁধিবে এ তনয়
তুমি আমি দূরে নয়