আমি কলমিলতায় বেঁধে নিয়েছি
তোমার আমার মন
তুমি অসময়ে সময় বেধেঁ নাও
যতনে এ জীবন
তুমি যে শুধু আগপাছ করো
দাড়াও না মোর পাশে
তোমার তরে কত যে স্বপ্ন
অযত্নে হয় ফ্যাকাসে
তবু তোমার জন্য বেধেঁ রেখেছি
সাত স্বর্ণ কমল
তুমি অসময়ে সময় বেঁধে নাও
যতনে এ জীবন
তুমি আমি মিলে ভিনগ্রহে যাবো
নিয়মনীতির পরে
মধুর লগনে মগ্ন হবো
হাতে হাতটি ধরে
তাই তোমার জন্য বেধেঁ রেখেছি
সাত স্বর্গের ঢল
তুমি অসময়ে সময় বেঁধে নাও
যতনে এ জীবন
তুমি যদি না আসো পরাণে
মমতা লয়ে ভরা
সন্ধ্যাতারা আলো হারাবে
বাধঁবে দারুন খরা
সেই তোমার জন্য বেধেঁ রেখেছি
সাত সমুদ্র জল
তুমি অসময়ে সময় বেধেঁ নাও
যতনে এ জীবন