বন্ধু তুমি নেই ভাল নেই, জানি আমি জানি
আমিহীন তুৃমি ব্যথিত কত, মানি সেও মানি
পেয়েছো নতুন, সে ভাল
তাতে সে; আমাতে আমি দুইই ভিন্ন আলো
জ্বলজল্বে মনের একপাশ জুড়ে অন্যটা নিকষ কালো
তার বীণার আলতো পরশ, আলাদা সুরধ্বনি
আমিহীন তুমি ব্যথিত কত, জানি আমি জানি
বন্ধু তুমি, ভিন্ন নহে
তোমার বসন্তে আজো দক্ষিণাই বহে
শীতল মনের একপাশ জুড়ে অন্যটা দ্বিগুণ দহে
তার অনিলের উষ্ণ পরশ, আলাদা পবনখানি
আমিহীন তুমি ব্যথিত কত, জানি আমি জানি