খাইতে পারিনা ভাত
করি কত অজুহাত,
তার নাম তৃতীয় হাত
পকেটে নাই টাকা,
কেমনে যাব ঢাকা
তাইতো আমার প্লেট ফাঁকা,
করিলাম চাকুরীর আশা
টাকা না থাকায়, হইলাম ফাঁকা।