সবাই আছে ভালো,চারিদিকে কত্তো আলো
সবাই চেঁচায় আগুন জ্বালো
সবাই আছে ভালো
ভালো আছে মাসি পিসি ভালো আছে দিদি বোন
ভালো আছে মা বাবা আর ভালো আছে ছোট্ট তোতোন।
ভালো আছে পুঁটির মা ভালো আছে তার ছেলে,
ওরাও সবাই আলো জ্বালে
দারিদ্রতা পিছনে ফেলে।
ভালো আছে পূর্নিমা বোন সাজিয়ে সবে নতুন ঘর,
ভালো আছে ওর শশুরবাড়ি ভালো আছে ওর নতুন বর।
ভালো আছে সবাই জানো?
শুধু আমি কেন যে ভালো নেই,
তুমিও হয়তো ভালো আছো
এমন ভাবি চোখ বুজেই।
ভালো আছে লালি কুকুর ভালো আছে সেই নীল পাখি,
চারিদিকে সব ভালো দেখে আজ চেষ্টা যদিগো ভালো থাকি।
সবকিছু সেই সমান্তরাল,আছে সেই একই কলার টোন,
বুঝতে শুধুই অসুবিধে আজ ভিজে ভিজে কেন মনের কোন ?