ঘুন ধরা খাটে সাজানো বাসনগুলো,
নাড়া দিলে পড়ে ঝনঝন করে ওঠে।
খেয়ালীপনার কৈশোর সবে এলো,
যৌবন পাবে তোমার উষ্ণ ঠোঁটে ।
স্বপ্নে তখন দ্বিপ্রহর হবে
কেনো দুচোখ ভরল জলে,
দুর পাগলী আটটা বাজলো সবে
আর ওতো পিঁয়াজ কাটার ফলে।
এমনই হয় জানো?
যখন স্বপ্নের মাঝে বাস্তব নিয়ে থাকা,
তুমি মানো নাইবা মানো,
তোমায় ভেবেই দুঃখগুলো ঢাকা।
জীবনে নাকি নিষ্ঠা প্রয়োজন,
আমিতো কোনো নিষ্ঠা না মেনেছি।
ইচ্ছেমতোন আবেগ ভেলায় ভেসে,
পিছনে সুদূর পথ ফেলে এসেছি ।
যদিও অনেক দূর্গম পথ ছিলো,
সেসব ভাবার সময় হয়নি কভু।
স্বপ্ন যখন স্বর্গেও পাড়ি দিলো,
গতিহীন আমি অবিচলিত তবু॥