বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পৃথিবীর বুকে অমর হয়ে থাকবেন আবহমান।
সেই ৭ই মার্চের বলিষ্ঠ বজ্র কণ্ঠের ধ্বনি,
আজো আমরা কানে শুনি।
তাঁরই প্রেরণায় পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
ঘতক খুনিরা হিংসার বশে ১৫ই আগস্ট সব করে দিল নিঃশ্বেষ।
কি দোষ করেছিল গোটা পরিবার,
রাসেল সুকান্তের মত অন্যান্য শিশু।
জাতির কাছে প্রশ্ন রইল! কি করা যায় নর ঘাতক পশুর।
দেশ রত্ন শেখ হাসিনার আপ্রাণ চেষ্টার ফলে,
কতিপয় ঘাতক ন্যায় বিচারের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলে।
বাকি সব ঘাতক পলাতক আছে বিভিন্ন দেশে।
তাই সরকারের কাছে জোর দাবী রবে,
সেই ঘাতকদের বাংলার মাটিতে এনে ফাঁসিতে ঝুলাবেন কবে?
তাই যখনই বিচারের বানী ১৬ কোটি মানুষের দ্বারে দ্বারে যাবে পৌছে।
জাতির কলঙ্ক থাকবেনা আর সব যাবে মুছে।
এই সরকারকে দোয়া করি সকল জনগণ প্রাণ ভরি,
মহান ১৫ই আগস্টের জাতীয় শোক দিবস যেম প্রত্যেকে পালন করতে পারি।
লেখক - হাজী মোঃ তোফাজ্জেল হোসাইন
বিশেষ দ্রষ্টব্যঃ উপরক্ত কবিতাটি আমার লেখা নয়, আমার এক দাদু লিখিছেন।তিনি নিজেই আমার কবিতার পাতায় প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়েছেন তাই আমি আমার কবিতার পাতায় প্রকাশ করেছি।