কে দেবে আমায় ভালোবাসা
কে বাসবে আমায় ভালো।
কে আমার দুঃখ ঘুচাতে
হাতে নিয়ে আসবে আলো।

কে বুঝবে আমার মনের কথা
কে খুঁজবে আমার আমিকে।
কে আমার কষ্ট ঘুচাতে
সঙ্গী হবে কাঁটা ভরা পথে।


কে আমার আমিকে বুঝবে
কে হবে মোর সবকিছু।
কে আমার সবকিছু ভুলে
নেবে শুধু মোর পিছু।


কে চাহিবে মোর হৃদয় পানে
কে বুঝবে তার ভাষা।
কে বুঝবে অন্ধকারেও
আছে অনেক ভালোবাসা।