যুদ্ধ যুদ্ধ যুদ্ধ....
কে করে তোমাকে রুদ্ধ।

তুমি যে সত্যের সংগ্রাম
তুমি যে যোদ্ধার হাতিয়ার
তোমার জন্য যারা দিতে পারে প্রাণ
তাদের কথা রাখবো মনে জানাবো তাদের সম্মান।

যারা মিথ্যা....  
তারা তোমাকে করে ভয়
যারা সত্য তারা তোমাকে করে জয়।

যুদ্ধের সময় শোনা যায় কত মানুষের আর্তনাদ,
যুদ্ধের শেষে সকলে মিলে একত্রে নেয় জয়ের স্বাদ।