মনটাকে দিলাম আমি নারীর হাতে তুলে,
নারীরা সব ছলনাময়ী সেটাও গেলাম ভুলে।

প্রথমে আমি বুঝতে পারিনি নারীরা যে ধোঁকাবাজ,  
সেই নারীদের জন্যই কতই না পুরুষ করছে অবৈধ কাজ।

নারীরা সব লোভী হয় সেটাও আমি জানি,
সব নারীরা লোভী নয় এটাও আমি মানি।

নারীদের জন্য ছেলেরা আজ কি না করতে পারে,
বাবা মা কে ভুলে তারা একা সংসার করে।

হায়রে নারী তোমরা কি না করতে পারো,
কাউকে বাঁচাও আবার কাউকে মারো।