সুমিত্রা, তোমার স্বপ্ন পূরণ হবে,আমি খুজে পেয়েছি তোমার চির পরিচিত স্বপ্ন গুলো,
যেখানে সন্ধ্যা শেষে রাত হতেই নেমে আসবে এক ঝাক জোনাকি
পাশেই ছোট পুকুরটি জ্বলবে চাদের ঝলকানিতে
পুকুরের পাশে কাচা ছোনের মাঝখানে থাকবে একটা ছোট্ট বেঞ্চ,
পা দুলালেই সবুজ ছোনের সাথে পায়ের ছোয়া
সুমিত্রা, আমি খুজে পেয়েছে তোমার স্বপ্ন
পান ভর্তি পানের বাটায় থাকবে পান, কিছু সুগন্ধি যর্দা
তুমি একটা একটা পানের খিলি করবে, আমার গালে তুলে দিবে
চুন থাকবে এক হাতে এক আঙ্গুলে, হাতটা হবে তোমার তোমার আঙ্গুলে
উহুম আমি পানের চিপি ফেলবা না, আমার মনে আছে
পানের চিপিতে হবে ভালোবাসা ভাগাভাগি,
সুমিত্রা আমি তোমার আরো কিছু স্বপ্নের সন্ধান পেয়েছি
সুমিত্রা তুমি স্বপ্ন দেখেছিলে ছোট্ট দো চালা টিনের ঘরের
প্রযুক্তি বিহীন একটি জিবন, ঘড়ির কাটার শব্দ বিহীন ক্ষন
সুমিত্রা,
জীবিকা হিসাবে ছোট্ট একটা স্কুল, সল্প কিছু আয়,
স্কুলের বাচ্চা সহ কিছু সুসময়, আমি বিহীন কিছু দুঃসময়
এই তো,
তাই না সুমিত্রা ?
সুমিত্রা আমি তোমার সব স্বপ্নে ই আছি, তাই তোমার স্বপ্ন খুজি
তুমি শুধু আমার একটা স্বপ্ন পূরন করে দিও
বেশি বড় কোন স্বপ্ন নয় সুমিত্রা
সারা রাত গল্প শেশে কোন এক সকালে
আমি তোমার কলে ঘুমিয়ে পড়তে চাই চিরতরে, তোমার আগে
সত্যতা তুমি ঘটিয়ে দিও
ছোট্ট স্বপ্ন
কোন এক সকালে ঘুম থেকে উঠে, তোমার কোল থেকে উঠিয়ে পাঠিয়ে দিও চিরতরে
ইশ, সত্যিকারের প্রেম কে ঈশ্বর যদি বাচিয়ে রাখত
পৃথিবীর শেষ সুর্যাস্তের আগ পর্যন্ত, কি ভালো ই না হত
আমি আমার শেষ স্বপ্ন দেখতাম ই না, শুধু তোমার স্বপ্ন ই পূরন করে যেতাম,
আর শুনে যেতাম “ভালোবাসি হে প্রিয়” ।