রুপন্তী,
জানালা খোলা রেখ সব সময়
যে কোন সময় পৌছে যাবে খবর
বাতাসের কানে কানে চুপি চুপি
বলে দিব
জানতে চাইব কেমন আছ ?
আমার নতুন বাসার রুমটাতে
দুটি জানালা
একটি দখিনে অপরটি পুর্ব ধারে
আমার টেবিলটা দখিনের জানালার ধারে
সেখানে বসে ই
আমি বাতাসের কানে খবর দিব
আর সে পৌছে দিবে তোমায় ।
দক্ষিনের জানালা দিয়ে সাঁ সাঁ করে বাতাস ঢুকে
এনে দেয় নানা খবর
দেই না শুধু তোমার খবর
তাইতো  বলছি তোমায়
জানালা খোলা রেখ
রান্না ঘরের দুয়ারটা ও খোলা রেখ ।
যখন শাড়ি পরে চুল ছেড়ে স্কুলে যাবে
তখন কিন্তু
চুল গুলো কানের উপর দিয়ে গুঁজে দিও
তুমি যে রুমে বাচ্চাদের পড়াও
সে রুমের জানালা গুলো ও খোলা রেখ
এমন কি তোমার বিদ্যালয়য়ের
বাচ্চাদের কে ও বল
ওরা যেন ওদের কান খোলা রাখে
বাতাস হয়ত জানতে চাইতে পারে
তাদের প্রিয় আপা কি সাজে এসেছে আজ
তাদের প্রিয় আপামনি কেমন মায়ায় রেখেছে তাদের
কিভাবে আপন করে নিয়েছে সব
জানালা গুলো খোলা রেখ প্রিয়ন্তী
যে কোন সময় খবর পৌছে দিবে
শেষ খবর
জানাল গুলো খোলা রেখ প্রিয়ন্তী
খুব সাবধানে কেউ যেন জানতে না পারে
পেয়ে যাবে শেষ খবর ।