বিলাসিতার স্কন্ধে চড়ে
স্থুল জীবন চান্দে উড়ে,
শীর্ণ শরীর জীর্ণ মনে
আশার বাতি হাতে ঘুরে।

জ্ঞানী -গুনীর হলে প্রয়াণ
জাতের ময়রা দেয়না ময়ান,
সুজন মাঝি কুজন খুঁজে
অজ্ঞের মুখে ফুটে বয়ান।

একই ছাদের নীচে সবাই
কেউ যায় বেঁচে, হয় কেউ জবাই,
তেলে জলে মিলে ঝুলে
জোয়ার ভাটার হিসাব না পাই।

বিষুব রেখার সন্নিকটে
ঘটনা সব দারুন ঘটে,
হা-হুতাশে সবাই মজে
দাগীর জীবন ধন্য বটে।

দ্বিধা-দ্বন্দ্বে কেবল ভুগি
বৈঠকখানায় মনের রোগী,
সুস্থ জীবন শুকনো রুটি
ডানে-বাঁয়ে সবাই যোগী।



রচনা স্থান : লন্ডন, কোয়ারেন্টাইন হোটেল রেডিসন ব্লু 😁।