তব তরে ঋদ্ধ আমি
ওগো জন্মভূমি,
দূর প্রবাসে বসত করে
তোমার চরণ চুমি।
কল্প রাজ্যের গল্পতো নয়
তোমার বিজয় কথা,
কত প্রাণের বিনিময়ে
পেলে স্বাধীনতা।
যাদের খুনের বিনিময়ে
বিজয় এলো দেশে,
অনায়াসে জীবন বিলি
করে দিলো হেসে।
তাদের অর্জন কতটুকু
করছি সম্মান বলো?
হিসেব-নিকেশ করতে বসি
দল বেঁধে আজ চলো।
ওদের ত্যাগের বিনিময়ে
বলছি মনের মতো,
নিত্যদিনই লিখছি কাব্য
বাংলা বোলে যত।
বৃথা যেতে দিওনা গো
ওদের আত্মাহুতি,
সোনার বাংলার দিকে দিকে
ছড়াও সবে জ্যোতি।
নইলে কেহই পাবোনা ছাড়
জবাব দিতেই হবে,
ওদের কান্নায় চারিপাশটা
ভারী হয়েই রবে।