সবাই আছে সবার তালে, আমি আছি আমার
দেশটা যাচ্ছে রসাতলে নাইতো চিহ্ন থামার।
প্রভাত রবির সোনার আলোয় মলিন সবই আশা
পরের ধনে পোদ্দারীতে চড়ুই পাখি খাসা।
চাবি দেয়া পুতুলগুলো চোখের মাথা খেয়ে
খামখেয়ালীর রজ্জু ধরে নিত্য আসে ধেয়ে।