ছন্দ সমেত লিখলে ছড়া
যায় কি হওয়া কবি!
তবুও যে ভাবি আমি
ছন্দই আমার সবই।

লিখতে ছড়া ছন্দ সুরে
কতই ভালো লাগে,
জৈষ্ঠ মাসের প্রখর রোদে
মনে হর্ষ জাগে।

লিখতে গেলে গদ্য লিখন
পাহাড়সম ভীতি,
দুরুদুরু বক্ষ কাঁপে
করবে না কেউ প্রীতি।

আমড়া কাঠের ঢেঁকি বানাই
ছাগী দিয়ে দেই হাল,
উলুবনে মুক্তা ছড়াই
কিলে পাকাই কাঁঠাল।

তাইতো আমি পরান খুলে
ছন্দ লেখা লিখি,
গদ্য লিখন নয়কো সোজা
কেমন করে শিখি!


উৎসর্গ এই আসরের সম্মানিত কবি মার্শাল ইফতেখার আহমেদকে।উনার লিখা ‘ছন্দ দেবী মাফ করে দাও’ পড়ে আজকের এই রচনা। যদিও উনার পাতায় আমার খুব একটা যাওয়া হয়না, কারণ আমার মত অকবির জন্য উনার লেখা পড়ে বুঝা খুবই দুঃসাধ্য ব্যাপার। আর আমার লেখা উনার পড়ার যোগ্য নয়,তাই উনি ভুলেও আমার পাতায় চোখ বুলান না। কিন্ত উনার আজকের লেখাটা আমার কাছে এত ভালো লেগেছে যে, তা অনায়াসে স্বীকার করতে দ্বিধান্বিত হইনি। উনার মন্তব্যের পাতার দরজা বন্ধ তাই এই ছোট্ট প্রয়াস।