ডিম আগে না মুরগি আগে
যুগের সেরা দ্বন্দ্ব,
নিজের সকল কর্ম ভালো
কেষ্ট বেটাই মন্দ।
নিজের কথার মাপটা অতি
পরের জবান ফটকা।
জন্ম থেকে যাচ্ছে পুষে
তলাবিহীন মটকা।
দিব্যি করে পুকুর চুরি
লাগায় গায়ে হাওয়া,
ডোবা চুরির অপরাধে
ছিঁচকের ভালে ধাওয়া।
পড়লে ধরা হাতে-নাতে
চালে দাবার ঘুঁটি,
মন্দটাকে করে ভালো
চাপে সত্যের টুঁটি।
ভালো-মন্দ বুঝার সাধ্য
জনতার কি আছে?
সৎচরিত্রের সনদ পাবে
সাংবাদিকের কাছে।
তাইতো তারা ধরে যে মাছ
না ছুঁয়েও পানি,
যেমনি নাচায় তেমনি নাচে
বসুমতির রাণী।