সুখের লাগি বাঁচি সবাই
স্থবির জীবন নয় চাওয়া।
জীবের মধ্যে মানব শ্রেষ্ঠ
বলতে গেলে ঘোল খাওয়া,
নগ্ন মুখে লাজ পাওয়া।
ফেরি করি স্বপ্ন যত
রয়না কিছু অন্তরে,
তবু ঝুকি মন্তরে।
চাওয়া-পাওয়ার গোলক ধাঁধায়
ইন্দ্রিয় তাই যায় মরে।
বিঃদ্রঃ- এক্রস্টিক পয়েম লেখার ছোট্ট প্রয়াস।