মাটির দেহ, মাটির ঘরে, হইবেরে শেষ ঠিকানা,
মাটির দেহ, মাটির ঘরে, লইবেরে তার আস্তানা।
কখন যে কার ডাক আসিবে, সেটাতো কেউ জানেনা,
কখন যে কার দম ফুরোবে,তাইতো কারো নেই জানা।
বাড়ী, গাড়ী, জমিদারি যাইবোরে সব ছাড়িয়া,
সোনা-দানা, টাকা-কড়ি, থাকবেরে সব পড়িয়া।
যাইতে হইবে ঐ কব্বরে,খালি দুইখান হাত নিয়া,
থাকতে হইবে আন্ধাইর ঘরে, সাদা কাপড় পরিয়া।
কোটি টাকার সম্পদ আমার,ব্যালেন্স কত নেই জানা,
তবু যে ভাই, আরো যে চাই, হালাল,হারাম বুঝিনা।
যে আমারে করলো সৃষ্টি তাঁরে যে হায় চিনিনা,
চিনি কেবল ইউটিউব,টুইটার,ফেইসবুকের ঐ বাহানা।
আপন বলে ভাবি যারে, সেতো আমার আপন না,
আপন হলেন সৃষ্টিকর্তা, নাই তাঁর কোনো তুলনা।
থাকতে জীবন গড়োরে মন, আপনারে চিনিয়া,
তবেই হবে সুখের মরণ, ছাড়বে ভব হাসিয়া।