দুঃখের সাথে পাঞ্জা লড়ে
সুখ দিয়েছে আড়ি
যাচ্ছে ভেঙ্গে বুকের পাঁজর
কান্দি গলা ছাড়ি।
কোন হাটেতে গেলে পাবো
একটু সুখের দেখা
হায়রে চক্ষু পায়না দেখতে
ভালেতে কি লেখা!
যদি পেতাম সুখের হদিস
একমুঠো সুখ ধরে
যতন করে রাখতাম আগলে
ছোট্ট কৌটা ভরে।
আকাশচুম্বী চাইনা যে সুখ
একটু পেলেই হলো
একই পথের পথিক কে গো
হাতটি তুলে বলো?