নাই বা হলো আকাশ ছোঁয়া
কি-বা ক্ষতি তাতে!
স্বপ্নগুলো ডানা মেলে
উড়ে আমার সাথে।
চক্ষু খুলে দেখি স্বপ্ন
দেখি চক্ষু বুজে,
আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর
আকাশ আমায় খুঁজে।
দেখিনি তো স্বপ্ন কভু
দাঁড়ি-পাল্লায় মেপে,
দু’চোখের ঐ অলিন্দতে
আসে স্বপ্ন ঝেপে।
দিগন্ত মাঠ, ধু ধু হাওয়া
আকাশ গেছে মিশে,
এমন দারুণ দৃশ্য বলো
পাবো আমি কিসে!
তাইতো আমি যাই হারিয়ে
আকাশ ছোঁয়ার মাঠে,
ঘরের পানে ফিরে চলি
সূয্যি গেলে পাটে।
চোখের তারায় স্বপ্ন গেঁথে
বুকে আশার আলো,
আকাশ ছোঁয়ার স্বপ্নে বাঁচি
ঘুঁচে মনের কালো।