এক পলকে একটু দেখা
একটি ক্ষণে পরিচয়,
এক নিমেষে কাড়লে হৃদয়
এক দন্ডও হয়নি ক্ষয়।
এক মুহুর্তে বন্ধু বনে
এক প্রহরে নিমন্ত্রণ,
একটি দিনে গেলাম ভুলে
এক সপ্তাহের মনপীড়ন।
একটি পক্ষ গেল চলে
একটি মাসও ফতুর প্রায়
এক বছরের ফারাক বন্ধু
এক যুগেও ভুলা দায়।
এক প্রজন্মের সখা তুমি
এক শতাব্দী কিছু নয়
তোমার মত বন্ধু যেন
জনম জনম বেঁচে রয়।


বিঃ দ্রঃ:- নিবেদন সকল বন্ধু ও শুভানুধ্যায়ীদের করকমলে।
প্রচন্ড ব্যস্ত থাকায় আমার কবি বন্ধুদের পাতায় সহসা যেতে পারিনা। তাই আগামীতে হয়ত আমার মন্তব্যের পাতা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারি।