জলে ছিলো জলের কুমির ডাঙ্গায় ছিলো এক বাঘ,
তাদের মধ্যে দোস্তি গভীর হয়নি কভু যে রাগ।
প্রতিদিন ই গল্পে মাতে যে যার জায়গা থেকে,
গাছের ডালে একটি শকুন বসে বসে দেখে।

কুচিন্তা সব মনের মধ্যে দানা যে তার বাঁধে,
ভাব দেখিয়ে কেমন করে ফেলবে তাদের ফাঁদে।
কতদিন যে হয়না রাজভোগ পেটখানি দেয় নাড়া,
এমন করে চলতে থাকলে নির্ঘাত পড়বে মারা।

বুদ্ধি করে বাঘের কানে দিলো মন্ত্র পড়ে,
বাঘ কুমিরে বাঁধে লড়াই প্রাণ দুটি যায় ঝরে।
বোকা দুটি প্রাণীর মরণ ধূর্তের ফাঁদে পড়ে,
অবশেষে চালাক শকুন উদোর পূর্তি করে।


বিঃদ্রঃ- এখানে শকুন বলতে ধূর্ত শ্রেনীর মানুষ,
         এবং বাঘ ও কুমির বলতে ধনী ও গরীব বন্ধু  
         কে বুঝানো হয়েছে।