প্রাণের ভাষা বাংলা আমার, তোমায় ভালোবাসি
জন্মকালের সখা তুমি, তোমার নামেই হাসি।
বাংলা বোলে কত শান্তি, প্রাণ খুলে যায় বলা,
প্রবাস জীবন ভিন্ন ভাষা, কাঠখড়ি হয় গলা।
দেশান্তরী হয়ে আজো বাংলা মাকে খুঁজি
বাংলা আমার জীবন মরণ, বাংলাই যে পুঁজি।।
রাখবো পুষে বাংলা ভাষা, বুকের মধ্যিখানে
সবার থেকে বাংলা শ্রেষ্ঠ, অন্তর্যামী জানে।
বায়ান্নতে ভাষার জন্য শহীদ হলো যারা
মা’দের আত্মা আজো কাঁদে, হয়ে দিশাহারা।
তাদের ত্যাগের বিনিময়ে, প্রাপ্ত মধুর ভাষা
মনের সুখে গুনগুনাবো, বাংলায় বেঁধে আশা।