স্বাধীনতা হলো উত্থাল ঢেউ, লাখো মানুষের মুখে মুখে শোনা শত সহস্র গান।
স্বাধীনতা মানে মা, বোনদের বিলিয়ে দেওয়া ইজ্জত, আব্রু আর পদদলিত সম্মান।
স্বাধীনতা হলো চায়ের পেয়ালায় পুষে রাখা ব্যথাগুলো ভিজিয়ে, ছোট ছোট চুমুকের আয়েশ।
স্বাধীনতা মানে,পথকলিদের একবেলা দু’মুঠো ডাল,ভাত ভোজন করে পথেই ঘুমানোর খায়েশ।
স্বাধীনতা হলো কৃষ্টি আর সংস্কৃতি দোহন করে নতুন কিছু করার আশা,
স্বাধীনতা মানে সাপ আর বেজির হাড্ডাহাড্ডি লড়াই সর্বনাশা।
স্বাধীনতা হলো রৌদ্রোজ্জ্বল দিনে বারিষাতে ভিজে জবুথুবু বসে থাকা,
স্বাধীনতা মানে বাংলার বুকে অবিরাম পথচলা আঁকাবাঁকা।
স্বাধীনতা হলো সোনালি প্রভাতের আগমনী বার্তায় নিশাচরদের ভীতি,
স্বাধীনতা মানে সর্বহারাদের শোষণ করার নীতি।
স্বাধীনতা হলো কচুপাতায় টুপ করে পড়া এক ফোঁটা বৃষ্টির জল,
স্বাধীনতা মানে প্রভাবশালীদের সেচ্ছাচারিতা প্রয়োগের বল।
স্বাধীনতা হলো খাঁচায় বন্দী ময়না, শালিক, টিয়ে,
স্বাধীনতা মানে অধিকার আদায়ে চিল্লানো ভ্রষ্ট নর-নারী যারা সমলিঙ্গে করতে চায় বিয়ে।
স্বাধীনতা হলো পাড়ার মোড়ে মোড়ে সাজানো মদের বোতল,
স্বাধীনতা মানে একুশে পা দিলেই সুরা পিয়ে করবে ধন্য ভূতল।
স্বাধীনতা হলো আশায় আশায় পথ চেয়ে বসে থাকা ঝাপসা নয়ন তারা,
স্বাধীনতা মানে ভূলিনি আজও, ভূলব না কভু আমাদের জন্য জীবন বলি করেছ যারা।
স্বাধীনতা হলো সকাল,দুপুর,বিকেলবেলায় মুঠোফোনের প্রবাহমান বীন,
স্বাধীনতা মানে তাদের কাছে তোমার আমার সকলের সারাজনমের ঋণ।
স্বাধীনতা হলো, স্বাধীনতা মানে, কি জানি মিলাতে পারি নাতো গণিতের যোগ-বিয়োগের ফল,
কেমন করে জানি দূর থেকে ঐ হাতছানি দেয়, আর
আমার সাথে করে রং বেরঙের ছল।