পুরো করে সেঞ্চুরি
মাঠে আমি ঘুরঘুরি,
ভালো মন্দে খিচুড়ি
সাথে কিছু তরকারি।

সাদা পাতে কালো কালি
কি থেকে কি যে ঢালি,
পলক নেড়ে চাই খালি
মাঝে ছক্কা চার চালি।

কেহো বলে বারে বাহ্
কেহো যে ধার ধারেনা,
মনটা বলে ভেগে যা
টিকে থাকতে পারবিনা।

কেহো কয় আলু পটল
কেহো কয় খালি বোতল,
আমি কই নহে নকল
ঝেড়ে ফেলি বাজে ধকল।

করে আমি সেঞ্চুরি
স্বপ্নেতে হাত পা ছুড়ি,
মহানন্দে আজ ঘুরি
ভালোবাসায় থাক ঝুড়ি।