হৃদয় মাঝে ছিদ্র নিয়ে, কেমনে যে পায় পার!
অবাক আমি ভাবি বসে, পাগলের কারবার।
একবিংশ শতাব্দীতে ভাবতে পারো কেউ?
পাগল কোথায় ধ্যাৎতেরি ছাই, খাদেম যে বাদশার!