যেদিন আসবেন মালাকুল মাউত, মৃত্যুর সমন হাতে,
রব গো তোমায় আর্জি জানাই, ফেলোনা শূন্য পাতে,
যা কিছু তুমি দিয়েছো আমায়, সবই তো যাবো ফেলে,
ঈমান, আখলাক, পুণ্যি গুলো দিও জুড়ে মোর সাথে।
বিঃ দ্রঃ- প্রথমবারের মত রুবাই লিখার চেষ্টা করলাম। সাহস না দুঃসাহস জানিনা। বিজ্ঞ কবিদের কোনো উপদেশ থাকলে মাথা পেতে গ্রহনীয় হবে।