রাতের পর রাত, কেটে যায় নিদ্রাবিহীন
অতন্দ্র প্রহরী যেনো।
মন বাতায়ন খুলে, স্মৃতির উঠোনে
উঁকি দিয়ে যায়,
ডানপিঠে শৈশব কৈশোর।
হৃদয়ের মনিকোঠায় ঝংকার তুলে
আজন্ম লালিত সাধ- স্বপ্ন।
কাল বৈশাখীর আকস্মিকতায়,
হারিয়ে ফেলার ভয় ছিলো
মিষ্টি মধুর আবেশ মাখা দিনগুলো।
ছলকে চলে যেতে চেয়েছিলো,
ছলকে, কিছুটা চলে যেতে পেরেছিলো
দূর্বল ফাঁক- ফোকর দিয়ে।
তন্দ্রাহারা চোখে বসে গেঁথেছি
একটার সাথে আরেকটার সূচনা,
সেই থেকে সে রয়ে গেলো আজো
আমার মন কুটিরে,
তাইতো অস্তিত্বের জানান দিয়ে যায়
নিঝুম রাতের ক্ষণে ক্ষণে।
বিঃ দ্রঃ- এই কবিতাটি আমার ছাত্র জীবনের লিখা। দৈনিক সিলেটের ডাকে প্রকাশিত হয়েছিল।