মানব নামক দেহ ঘড়ি ক্লান্ত বড় ক্লান্ত
জীবনের এই সংগ্রামে আজ ভীষণ পরিশ্রান্ত,
থাকতে টিকে এই ভবেতে লড়ছি অবিরত
পাহাড়সম অপবাদে কোমল হৃদয় ক্ষত।

কন্ঠনালী আসে বুজে বাহির হয়না কথা
হৃদয়খানি চেপে ধরে প্রসবসম ব্যাথা,
শাক দিয়ে আজ মাছ ঢাকা যে নিত্যদিনের কর্ম
সৎ সরলে ইতিটানা জীবনের শেষ ধর্ম।

যোগ, বিয়োগ, পূরণ, ভাগ সবই তো গণিতের খেলা
রং বেরঙের গোলক ধাঁধায় পার করে দেই বেলা,
প্রাণ পাখিকে যেতে হবে, যাবে যে সে উড়ে
রোজ হাশরে রবের কৃপা রক্ষা করবে মোরে।