রাত বিরাতে হুতুম ডাকে ভয়ে ছমছম গা,
পাশের বাড়ির পাগলা নুরু শান দিয়ে যায় দা।
শিয়াল ডাকে হুক্কা হুয়া মুরগী ভুলে রা,
চোর ডাকাতরা ধনের আশায় বাড়ায় তাদের পা।
মোটা তাগড়া জোয়ান গুলো কোলা ব্যাঙের ছা,
দিনের বেলা ঝিম মেরে রয় রাতে কাঁপায় গাঁ।
রাতের চিত্র ভয়াল ভীষণ দিন ও ভালো না,
চক্ষু মুদলে আওয়াজ শুনি আয়রে সবাই খা।