প্রবাসী জীবন হায় যায় কেটে যায়
সময়ের হাত ধরে হাঁটি হাঁটি পায়,
যখনি হাসে ভোর, খুলিতেই যে দোর
বিকেল টা উঁকি মারে গড়িয়ে দুপুর।
এক মনে যাই করে শত শত কাজ
দুই হাতে শুরু শেষ নাহি করি লাজ।
সকল কাজের শেষে আমি যে অভাগী,
নিজের জন্য কিছু থাকে কি আর বাকি?


চোখ খুলে কাজ শুরু মুদিলেও জারি,
কাজের যে নাই শেষ জমা সারি সারি।
ব্যাকুল হয়েই ভাবি গালে দিয়ে হাত,
ছুটিতে যাবো যে দেশ এবার নির্ঘাত,
বর্তমান এসে কয় শুনো দিয়ে মন
ছুটি তখনই হয় ফুরোলে জীবন।