আকাশেতে লক্ষ তারা
একটি আমার ছিলো,
হঠাৎ কোথায় গেলো চলে
দিয়ে চোখে ধুলো।

খুঁজতে তারে যাই চলে যাই
মরুভূমির কোলে,
ঝিলিক দেখে আছড়ে পড়ি
মরীচিকার জলে।

সেদিন থেকে খুঁজছি তারে
তনু, মনটা খু’য়ে
দিনে-রাতে হাতড়ে বেড়াই
স্বপন দেখি শুয়ে।

মরুর জলে কাটতে সাঁতার
দিলাম শক্তি ঢালি,
পা দু’খানা অনড় হতেই
বুঝলাম চোরা বালি।

খুঁজে পেতে হবে যে সেই
প্রিয় তারা খানি,
তারা ছাড়া জীবন আমার
ব্যর্থ বলে জানি।