হুলোর নাকি ভরেনা পেট তিন চারখানা মাছে
তাইতো হুলো ফন্দি এঁটে ঘেঁষে জলার কাছে।
সকাল সাঁঝে দন্তে ঘষে এপি দশনচূর্ণ
স্বপ্নে বিভোর মাছ ভাজাতে করবে উদর পূর্ণ।
মিনি এসে বাজায় গলা, চাই যে তার সরপুঁটি
পুঁটির সাথে খাওয়াবে দোল গলার ঘন্টা দুটি।
উপরমহল চোখ টিপে কয়, রাঘব বোয়াল ধরো
ফেলতে টোপে ঢোল পিটিয়ে নতুন নিয়ম করো।
কৈ গুলো কে জ্যান্ত ধরে খলুই ভরে রাখো।
কৈ এর তেলে কৈ ভেজে সব ঢাকনা দিয়ে ঢাকো।
সময় সুযোগ আঁকড়ে ধরো, করো না হাতছাড়া
পরিযায়ীর বাড়া ভাতে ছাই দিয়ে দাও নাড়া।
হুলো> বর্তমান সময়ের বাংলাদেশের হোটেল ব্যবসায়ী।
মাছ এবং পরিযায়ী> ইংল্যান্ড প্রবাসী, যারা দেশে গিয়ে, নিজের গাঁটের টাকা খরচ করে জেল খাটছেন।