দাঁড়িপাল্লায় বাটখারা দাও
মাপতে পরের পাপ,
আসলে পালা নিজের বেলায়
সাত খুনই যে মাফ।

অন্যের পাপের মাপতে সংখ্যা
হয়না অংকে ভুল,
নিজের পাপে দিগন্ত ছোঁয়
নড়েনা একচুল।

তর্জনীটা গর্জে উঠে
বাজে আর্তের ঢোল,
নিজের বেলা ঢিলা রজ্জু
খাইয়ে দিয়ে ঘোল।