মাগো আমায় দাওনা খেতে,
মিছিলে আছে ভুখ,
নাড়ী -ভূঁড়ি যাচ্ছে পুড়ে
হাঁড়ি করোনা মুখ।
পোলাও কোরমা চাইনা গো মা,
পান্তা দিলেই হবে,
দোহাই লাগে মাগো তোমার,
বাড়বে পাতে কবে?
ধনীর ঘরের আলালেরা
আছে মহাসুখে,
যা কিছু চায়, তা ই যে পায়,
গুঁজে সবি মুখে।
মা’রা দেখো খাবার হাতে
পিছে পিছে ঘুরে,
রাজ্যির খাবার জড়ো করে,
আস্তাকুঁড়ে ছুঁড়ে।
মোদের ঘরে কেনো মাগো
উনুন নাহি জ্বলে ?
কোন প্রদীপের ছোঁয়া পেলে
দুঃখ যাবে চলে?
চুপটি করে থেকোনা মা,
বলতে তোমায় হবে।
ভালো মন্দ চাই না গো মা,
পান্তা পেলেই হবে।