কিছু কথা ছিল বলার
কিছু গেছে ঝরে,
জমা খাতায় হয়নি জমা
রাখেনি কেউ ধরে।
মন খাঁচাতে ছটফটানো
ছোট্ট তোতা পাখি,
আকুল নয়ন কয়না কথা
যতই তারে ডাকি।
গেছে ভুলে ঠোঁটের বুলি
ঝাপসা নয়ন তারা,
হাতের কড়ে গুণে সময়
তৈরী দিতে সাড়া!
চুপটি করে দিবে যে ডুব
যাবে মুছে কালি,
মহাশূন্যে হবে বিলীন
রইবে পড়ে ডালি।