শুদ্ধ হাতে রুদ্ধ করো অপকর্মের দ্বার
ঐকতানে দাও সমাধি সকল পাপাচার।
অরুণ দলের তরুণরা সব সাম্যের গান গাও
দক্ষ হাতে যাও চালিয়ে মন পবনের নাও।
সঠিক বাণীর বন্দনা সব দাও ছড়িয়ে আজ
রণক্ষেত্রে লিপ্ত হতে রক্ষা পাক সমাজ।
দুয়ে দুয়ে মিললে যে চার হবে ধ্বংস বদ
প্রাণের তরে ঝলকাবে সুখ হাসবে জনপদ।