নিকোনো উঠোনে ভালোবাসার পাইথন
অধিকারের প্রশ্নে পরাজিত কোন এক কালের।
ফণা তুলে আড়চোখে তাকায়
আপত্তিকর ভঙ্গিমায়,
নিঃশ্বাসে তীব্র রসুনের গন্ধ
বিনষ্টের উপায় কোথায়?
ছিড়ে, খুঁড়ে তুলে আনে সমাধি থেকে
পূর্ব জন্মের পাপ।
নিজেরই অজান্তে -
আমারই দ্বারে পৌঁছে দেয়
র্যাপিং পেপারে মুড়ে,
আত্ম তৃপ্তির অন্বেষায়।
অকল্যাণে কল্যাণ জন্ম দেয়
শুধুই নিজের অজান্তে,
পিচ্ছিল শৈবালে সাজানো বাসর থাকে,
থাকবে, ওদের-ই জন্যে।
বিঃ দ্রঃ- এই কবিতাটি আমার ছাত্রজীবনের লেখা, সিলেটের ডাকে প্রকাশিত হয়েছিল।