নিদান কালে দগ্ধ মনে খুঁজে ফিরি ক্ষণ
কালের গর্ভে দিয়েছে ডুব তাই ভালোনা মন,
ফিরে দেখা কিছু স্মৃতি চিরসবুজ লাগে
জ্বলজ্বলে তার উপস্থিতি হৃদে শান্তি জাগে,
ভালো-মন্দের মিলন মেলায় দোটানাতে ভুগি
সুস্থ দেহে থাকে মোড়া যায়না ধরা রুগী।