নিজেকে আর নাই ভেড়ালাম
স্বার্থান্বেষীর দলে,
আসো সবাই হই সমবেত
একই ঝান্ডার তলে।
যে ঝান্ডাতে আছে সত্য
আছে জ্ঞানের আলো,
এক নিমেষে দূর হয়ে যায়
মনের নিকষ কালো।
অপরূপ এই পৃথিবীতে
দেখো চক্ষু মেলে,
নিয়ামতের সব ভান্ডারগুলো
কে দিয়েছেন ঢেলে?
কোন নিয়ামত করবে তুমি
অস্বীকার হায় বলো?
কোন নিয়ামত পায়ে ঠেলে
মুখ ফিরিয়ে চলো?
দৃষ্টিসীমায় যা কিছু পাই
সূত্র করে তাহা,
চলো বন্ধু পা ফেলি আজ
মন যেতে চায় যাহা।
কাছের শোভা নয়কো ফেলনা
করি তাহা গন্য,
নাইবা করলাম আফসোস সখা
দূরের শোভার জন্য।