মুখোশের আড়ালে ভেবোনা আমায় নগণ্য
চুনো পুঁটি হলে কি আর করবে মোরে গণ্য?
রাঘব বোয়াল হয়েছি তাই জীবন আমার ধন্য
তোষামোদি করে সবাই হলেও জঘন্য।
পকেট ভারী হতে হবে হাল্কা হলে চলবেনা
মামা চাচার জোর না ছাড়া ফুলকো রুটি ফুলবেনা
তাইতো থাকি কালো টাকা সাদা করার ধান্ধায়
মুক্ত হস্তে দান করে যাই, সবাই আমার গুণ গায়।
আমার মতো মুক্তমনা আছে বলে দুনিয়ায়
আতি পাঁতি নেতা বনে মনের যতো সাধ মিটায়
আইন কানুন হাতের মুঠোয়,ছুঁইবে আমায় কোন হালায়
ঝোপ বুঝে কোপ মারি তাই, নির্বোধরা ভয়ে পালায়।