রাতের বেলা নিয়ন তলে যায়না চেনা জাত,
ফ্যাকাশে মুখ পান্ডুর রোগী সবাই বাড়ায় হাত।
কলি ছিড়ে ফুল তুলে সব খাবলে খুবলে খায়,
ধনী,গরীব,ন্যাংটো বাবা সবাই মজা পায়।
মানবতার হাত বাড়িয়ে দেখায় কেহো মুখ,
রক্ষা কবচ দেয়ার আশায় মিটায় তাদের সুখ।
মানবতা গণতন্ত্র ধুয়ে পানি খায়,
অবশেষে মনের দুঃখে গলায় ফাঁস লাগায়।