মন পকেটে স্বপ্ন জমা
যুগের ও অতীত,
উঁকিঝুঁকি দিয়ে নাড়ায়
সুপ্ত মনের ভিত।
ছুঁড়ি থেকে কুড়ি হয়ে
কন্যা থেকে বউ,
মন পকেটের স্বপ্নগুলো
গলে যে হয় মৌ।
আকাশপানে বেড়ায় ভেসে
বাতাসে দেয় ছুট,
কোমলমতি স্বপ্ন ভান্ডার
মূহুর্তে হয় লুট।
রইলে জমা স্বপ্ন কিছু
মনের পকেটটায়,
রুদ্ধ দ্বারে আটকে পড়ে
কেবল ছটফটায়।
মন পকেটে স্বপ্ন জমা
যুগেরও অতীত,
দলা পেকে জং ধরে সব
হারে ডুবে জিত।